০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

বগুড়ার সদর থানার নামাজগড় ১নং রেলগেট এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফারুক হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
র‌্যাব সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ নভেম্বর নথিভুক্ত কাবিন

নামার ভিত্তিতে ফারুক হোসেন ভিকটিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের জন্য স্ত্রীকে বিভিন্ন সময় মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতেন। স্বামীর চাপে পরে ভিকটিম ব্র্যাক ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করে তা ফারুকের ব্যক্তিগত একাউন্টে জমা করেন। ঋণের কিস্তি পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি জানান, ২০২৪ সালের ৩ এপ্রিল স্ত্রীকে তালাক দিয়েছেন কিন্তু বিষয়টি গোপন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেন এবং স্বামী পরিচয়ে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন।
এ ঘটনায় ভিকটিম বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে র‌্যাব-১২ আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফারুক নামাজগড় ১নং রেলগেট এলাকায় অবস্থান করছে।
এরই প্রেক্ষিতে র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় ০২ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ময়মনসিংহ সদর উপজেলায় ইটভাটা মালিক সমিতির কার্যকরী কমিটি গঠন

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

পোস্ট হয়েছেঃ ০১:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
বগুড়ার সদর থানার নামাজগড় ১নং রেলগেট এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফারুক হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
র‌্যাব সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ নভেম্বর নথিভুক্ত কাবিন

নামার ভিত্তিতে ফারুক হোসেন ভিকটিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের জন্য স্ত্রীকে বিভিন্ন সময় মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতেন। স্বামীর চাপে পরে ভিকটিম ব্র্যাক ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করে তা ফারুকের ব্যক্তিগত একাউন্টে জমা করেন। ঋণের কিস্তি পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি জানান, ২০২৪ সালের ৩ এপ্রিল স্ত্রীকে তালাক দিয়েছেন কিন্তু বিষয়টি গোপন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেন এবং স্বামী পরিচয়ে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন।
এ ঘটনায় ভিকটিম বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে র‌্যাব-১২ আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফারুক নামাজগড় ১নং রেলগেট এলাকায় অবস্থান করছে।
এরই প্রেক্ষিতে র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় ০২ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।