
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কুমিল্লা জেলার সভাপতি মীর মাহদী আল মানছুর ও সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত এর যৌথ স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন। এতে বিশিষ্ট সমাজসেবক ও ষাইটশালা দরবার শরীফের পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমানকে সভাপতি, মোহাম্মদ জিয়া উদ্দিনকে সাধারন সম্পাদক ও ওমর সানিকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই নব-নির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান নব-নির্বাচিত কমিটির সভাপতি এস.এম মোস্তাফিজুর রহমান।