
ব্রাহ্মণবাড়িয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার জেরে ইয়াছিন ভূইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন ভূইয়া (৩৪) কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাসিন্দা। তিনি বাবরু ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন ভূইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন।
একই সঙ্গে মন্তব্যের ঘরে তাকে ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ ছাত্র-জনতা ইয়াছিন ভূইয়াকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ নয়ন আখতার 



















