
জয়পুরহাট এর পাঁচবিবির করিয়া লকমা গ্রামের লাবিব হোসেন (১৬) পিতা: জয়নাল আবেদীন, কে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক ভারতীয় এর বিরুদ্ধে।সে করিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল ৩১ এ আগষ্ট রাত আনুমানিক ৮.৩০ এর দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায় লাবিব হোসেন স্থানীয় মিশন স্কুল মাঠের দিক থেকে দৌড়ে তাদের কাছে আসতে থাকে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে ,এতে স্থানীয়রা এগিয়ে আসলে উক্ত ব্যক্তি পালিয়ে যায়।স্থানীয় রা তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।উক্ত ভারতীয় নাগরিক একই এলাকার সাতবাড়িয়া নামক গ্রামের হারুন এর মেয়ের জামায় বলে জানা গেছে,।অভিযুক্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কাজে নিয়োজিত ট্রাকের ড্রাইভার।তার ব্যাপারে শশুর বাড়ির পরিবারের নিকট হতে তথ্য সংগ্রহ করতে গেলে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন,এবং অভিযুক্তের নাম ছবি ও ঠিকানা দিতে অস্বীকৃতি জানায়।তবে কেনো এ হত্যা চেষ্টা এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে,গ্রামবাসীর মুখে জানা যায় বিবাহের পূর্ব থেকে মেয়ের সাথে লাবিব এর দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল।এ প্রশ্নের জবাবে অভিযুক্তের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলে সে এটি অস্বীকার করে এবং আমাদের জানায় সে,তার স্বামীর সাথে এক মাস পূর্বেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।এ ব্যাপারে পাঁচবিবি থানায় কথা বলার পর দায়িত্বরত ডিউটি অফিসার জানায় তারা এখনো লিখিত ভাবে কোনো অভিযোগ পান নি।