
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ দিনব্যাপী উপজেলার ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। স্পিডবোটযোগে একে একে মণ্ডপগুলো ঘুরে দেখেন তারা।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এবারের দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় আলাদা উৎসবমুখর, আনন্দ-উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরপুর। পূজামণ্ডপে সার্বক্ষণিক পুলিশ, আনসার ও সেনাবাহিনীর টহল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে বলে তারা মন্তব্য করেন।
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব।
পরিদর্শনে অংশ নেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির মাস্টার, সাধারণ সম্পাদক আল আমীন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।