
আজ ৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আউয়াল। এ দিনেই মানবতার মুক্তির দূত, সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্মগ্রহণ করেন। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তাঁর আগমন ঘটে। তাঁর জন্মের মাধ্যমে বিশ্ববাসী অজ্ঞতা, কুসংস্কার, অন্যায়-অবিচার থেকে মুক্তির পথ খুঁজে পায়।নবী করীম (সাঃ) এর আগমনে তৎকালীন আরব সমাজের অন্ধকার দূর হয়। তিনি মানবজাতির মাঝে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা প্রচার করেন। নারী-পুরুষের সমঅধিকার, এতিম-দরিদ্রের অধিকার রক্ষা এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।১২ রবিউল আউয়াল মুসলিম উম্মাহর কাছে আনন্দ ও বেদনার দিন। কারণ এ দিনেই তিনি ইন্তেকাল করেন। সারা বিশ্বে এ দিনে আয়োজন করা হয় মিলাদ মাহফিল, দোয়া, কুরআন তিলাওয়াত ও আলোচনা সভার।মুসলিমরা বিশ্বাস করেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শিক্ষা ও আদর্শে ফিরে আসলেই সমাজে সত্যিকারের শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তাই তাঁর জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা হোক—নবীর জীবনাদর্শকে ধারণ করে মানবকল্যাণে কাজ করে যাওয়া।
খালিদ হাসান 



















