
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপি এবং মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাগুরার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলীয় নেতাকর্মীরা।
অন্যদিকে মাগুরা-২ আসনে সাবেক বিএনপি সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক মহম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম আজম সাবুসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা।
এ ছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডা. খলিলুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মনোনয়ন ফরম হস্তান্তর করেন।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করে দিয়েছেন। অভিযোগটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
এর পরপরই মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা জড়িত নন এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি, অতিরিক্ত ভিড়ের কারণে জেলা প্রশাসনের কর্তৃপক্ষ নিজ দায়িত্বে লোকজন সরিয়ে দিয়েছে।
তারা আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে সিসি ক্যামেরা রয়েছে—যদি কেউ অভিযোগের প্রমাণ দিতে পারে, তবে তা উপস্থাপন করা হোক।
মো: সাজ্জাদ হোসেন 



















