১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত ২০, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • সুমন আহমদ খান 
  • পোস্ট হয়েছেঃ ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 188
সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।
তিনি বলেন, দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস জানান, “চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজার এলাকায় ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে, দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে।”
চলমান উদ্ধারকাজ শেষ হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে বলে আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত ২০, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

পোস্ট হয়েছেঃ ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।
তিনি বলেন, দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস জানান, “চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজার এলাকায় ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে, দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে।”
চলমান উদ্ধারকাজ শেষ হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে বলে আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।