
৩০অক্টোবর আনুমানিক ৫ ঘটিকার সময় সুন্দরবনের করমজল খাল পার হবার সময় কুমিরের আক্রমণের শিকার হয় ৩২বছর বয়সি কুমত মন্ডলের ছেলে সুব্রত মন্ডল নামের এক যুবক যখন তাকে কুমিরে আক্রমণ করে পানির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তার সহকর্মী চার্ জেলে তাকে বাঁচানোর চেষ্টা করলে তারা ব্যর্থ হলে পানির নিচে টেনে নিয়ে যায় তারপরে দীর্ঘ সাত ঘন্টা খোজার পর আনুমানিক রাত দশ ঘটিকায় মৃত সুব্রত লাশ এ নিয়ে এলাকাবাসী নিস্তব্ধ এবং এলাকায় শোকের মাতম তার অন্তঃসত্তা স্ত্রীর কান্না এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে….