আশাশুনি অফিস।।সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে আশাশুনিতে দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে আশাশুনি সদর ইউনিয়ন জামায়াত এ দোয়া অনুষ্ঠানে আয়োজন করে।
ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় বৈঠকে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন সহ-সেক্রেটারি এস এম শহিদুজ্জামান বাবলু,৯নং ওয়ার্ড সভাপতি মেম্বর সিরাজুল ইসলাম,৩ নং ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বর আব্দুর রহিম গাজী,হাসানুজ্জামান,মাওলানা কামরুল ইসলাম,ডাঃ রবিউল ইসলাম,আবুল কাশেম,আব্দুল আজিজ,শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অবিলম্বে হাদী হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান এবং যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
গাজী আল আমিন হোসেন 



















