১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ভারতীয় সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

  • আল রোকন
  • পোস্ট হয়েছেঃ ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • 107
কুমিল্লা উপজেলায় ফকির বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছেন বিজিবি।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ মে) ভোর রাতে সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল।
অভিযানে সীমান্তবর্তী এলাকা ফকিরবাজার নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দকৃত মোবাইল ডিসপ্লের মূল্য প্রায় ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

শ্রীনগরে জোর পূর্বক অন্যের জমির ধান কেটে নিলেন এক প্রভাবশালী বি এন পি নেতা

কুমিল্লা বুড়িচংয়ে ভারতীয় সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

পোস্ট হয়েছেঃ ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
কুমিল্লা উপজেলায় ফকির বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছেন বিজিবি।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ মে) ভোর রাতে সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল।
অভিযানে সীমান্তবর্তী এলাকা ফকিরবাজার নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দকৃত মোবাইল ডিসপ্লের মূল্য প্রায় ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।