
গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা একটি দল। পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ নজরুল ইসলাম ও এস আই (নিঃ) আশিকুল রহমান রুনান্ডের নেতৃত্বে একটি দল মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, বিশেষ অভিযান পরিচালনা করার সময় ফারুক মিয়া (৩৮),মো. উকিল (৩৬) কে ২ শত ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
জানা যায়, ডিএমপি টঙ্গী পূর্ব থানার হিমারদিঘী মেঘনা রোড় আমজাদ মিয়ার ভাঙ্গারি দোকানের সামনে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক মিয়ার পিতার নাম ফয়েজ উদ্দিন, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা গ্রামে বাড়ি। মো. উকিল পিতা ইউনুস মন্ডল পাবনা জেলার বেড়া উপজেলার জয়নগর গ্রামে বাড়ি । গ্রেফতারকৃদের নামে এস আই আশিকুর হক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ – কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে । ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।