
সাভারের আশুলিয়ার পশ্চিম বাইপাইল শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
নিহত শিশুদের একজন হলেন পাবনার সাথিয়া থানার সাটিয়া কুল এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) এবং অন্যজন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার শিমুলিয়া এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক মিয়া (৯)। তারা আশুলিয়ায় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয়রা শান্তিনগর এলাকার একটি পুকুরে দুইটি লাশ ভাসতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেল থেকে লিমন ও মানিক নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং শিশু দুইটির লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।