
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাদ থেকে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন ফইমুদ্দীনের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, আজ বুধবার সকালে ধান সিদ্ধ করে নিজ ছাদের ওপর ধান শুকাতে দেয়। দুপুর ১২ টার দিকে ধান ঘোছানোর জন্য ছাদে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে পড়ে যান। এতে তার শরীরে ও মাথায় প্রচন্ড আঘাত পান। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া পথে তিনি মারাযান।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কোন মামলা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।