১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া গাবতলীতে ডিবি পুলিশ সেজে ওয়াকি-টকি দেখিয়ে রোডে চাঁদাবাজি ৬ নকল ডিবি গ্রেফতার

  • আকাশ আহমেদ
  • পোস্ট হয়েছেঃ ০৭:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • 252

রবিবার ভোর রাতে বগুড়া গাবতলী পৌরসভাস্থ হাসনা  পাড়া গ্রামের জনৈক মোঃ দুলাল প্রামানিক ওরফে ভোলা এর বসত বাড়ীর সামনে গাবতলী টু সারিয়াকান্দি পাকা রাস্তার উপর সিএনজিতে কতিপয় ব্যক্তিদের সন্দেহজনক মনে হলে টহল গাড়ি থামালে তারা দৌড়াইয়া পালিয়া যাওয়ার চেষ্টা করে প্রথমে আটক করে মোঃ রাজু আহমেদ (২২) মো: মাহা জামান স্বর্ণকার সাং রামচন্দ্রপুর পূর্বপাড়া সারিয়াকান্দি, মোঃ সুমন মিয়া (২৫) পিতা মোহাম্মদ আলী সাং হাট  ফুলবাড়ী সারিয়াকান্দি উভয়ের থানা সারিয়াকান্দি। গ্রেফতারকৃত  দুইজনের হেফাজত থেকে দুইটা লাইসেন্স ব্যতীত ওয়াকি-টকি পাওয়া যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোন সঠিক উত্তর দিতে পারেনি,  এমনকি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। জব্দ তালিকামূলে অফিসার উক্ত আলামত গ্রহণ করেন। তাদেরকে জিজ্ঞাসা করিলে তারা দুজনেই স্বীকার করে যে, মো: আল-আমিন (২৭) সাং নারুয়ামালা হিন্দুপাড়া, মাহমুদ হাসান (৩৭) পিতা মৃত মুসলিম উদ্দিন, মো: শিপন মিয়া (২৯) পিতা মৃত শামসুল হক উভয় সাং ছোট গৌড়দহ, মো: জনি (৩৫) পিতা মৃত দানিজ সান নারুয়া হিন্দু পাড়া সকলের থানা গাবতলী বগুড়াদের সাথে পরস্পরযোগ সাজোসে বিভিন্ন জায়গা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন অটো-সিএনজিগাড়ি থামিয়ে চাঁদা আদায় করে। পরবর্তীতে এই ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্যদেরও গ্রেফতার করা হয়। রবিবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বগুড়া গাবতলীতে ডিবি পুলিশ সেজে ওয়াকি-টকি দেখিয়ে রোডে চাঁদাবাজি ৬ নকল ডিবি গ্রেফতার

পোস্ট হয়েছেঃ ০৭:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

রবিবার ভোর রাতে বগুড়া গাবতলী পৌরসভাস্থ হাসনা  পাড়া গ্রামের জনৈক মোঃ দুলাল প্রামানিক ওরফে ভোলা এর বসত বাড়ীর সামনে গাবতলী টু সারিয়াকান্দি পাকা রাস্তার উপর সিএনজিতে কতিপয় ব্যক্তিদের সন্দেহজনক মনে হলে টহল গাড়ি থামালে তারা দৌড়াইয়া পালিয়া যাওয়ার চেষ্টা করে প্রথমে আটক করে মোঃ রাজু আহমেদ (২২) মো: মাহা জামান স্বর্ণকার সাং রামচন্দ্রপুর পূর্বপাড়া সারিয়াকান্দি, মোঃ সুমন মিয়া (২৫) পিতা মোহাম্মদ আলী সাং হাট  ফুলবাড়ী সারিয়াকান্দি উভয়ের থানা সারিয়াকান্দি। গ্রেফতারকৃত  দুইজনের হেফাজত থেকে দুইটা লাইসেন্স ব্যতীত ওয়াকি-টকি পাওয়া যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোন সঠিক উত্তর দিতে পারেনি,  এমনকি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। জব্দ তালিকামূলে অফিসার উক্ত আলামত গ্রহণ করেন। তাদেরকে জিজ্ঞাসা করিলে তারা দুজনেই স্বীকার করে যে, মো: আল-আমিন (২৭) সাং নারুয়ামালা হিন্দুপাড়া, মাহমুদ হাসান (৩৭) পিতা মৃত মুসলিম উদ্দিন, মো: শিপন মিয়া (২৯) পিতা মৃত শামসুল হক উভয় সাং ছোট গৌড়দহ, মো: জনি (৩৫) পিতা মৃত দানিজ সান নারুয়া হিন্দু পাড়া সকলের থানা গাবতলী বগুড়াদের সাথে পরস্পরযোগ সাজোসে বিভিন্ন জায়গা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন অটো-সিএনজিগাড়ি থামিয়ে চাঁদা আদায় করে। পরবর্তীতে এই ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্যদেরও গ্রেফতার করা হয়। রবিবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।