০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃ*ত্যু

  • Sohag Islam
  • পোস্ট হয়েছেঃ ০৯:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 1709
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মুবিন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে। আহত অপর যুবক তামিম শামীম (২৩), পিতা মো. হুমায়ুন, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। রনি (২০), পিতা খোকন মোক্তার; ফাহাদ (১৮), তানজিল (১৮) এবং আরও ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকসির ঘটিচোরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহত মুবিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।”
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃ*ত্যু

পোস্ট হয়েছেঃ ০৯:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মুবিন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে। আহত অপর যুবক তামিম শামীম (২৩), পিতা মো. হুমায়ুন, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। রনি (২০), পিতা খোকন মোক্তার; ফাহাদ (১৮), তানজিল (১৮) এবং আরও ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকসির ঘটিচোরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহত মুবিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।”