১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজিবপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১ জুন) রাতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন মিয়ার তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় রাজিবপুর সদর ইউনিয়নের জালচিরা বাদ মধ‍্য মরিচাকান্দি গ্রামে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ঐ গ্রামের মৃত সোহরাফ আলীর ছেলে  নুরুল আমিন, এবং রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দক্ষিণ আলগারচর গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২ জুন) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ চলবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজিবপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

পোস্ট হয়েছেঃ ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১ জুন) রাতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন মিয়ার তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় রাজিবপুর সদর ইউনিয়নের জালচিরা বাদ মধ‍্য মরিচাকান্দি গ্রামে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ঐ গ্রামের মৃত সোহরাফ আলীর ছেলে  নুরুল আমিন, এবং রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দক্ষিণ আলগারচর গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২ জুন) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ চলবে।