০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর জনপদের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায পুরাতন জেলখানা এলাকায় মাদক কারবাড়ি ও সেবনকারীর খপ্পরে পরে ধ্বংস হাজারো পরিবার

  • lion sorker
  • পোস্ট হয়েছেঃ ০৭:০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 21
উত্তর  জনপদের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল   উপজেলায পুরাতন জেলখানা  এলাকায়  মাদক কারবাড়ি ও সেবনকারীর   খপ্পরে পরে ধ্বংস  হাজারো পরিবার ।
দেখার কেউ নেই…?
জেলখানা চত্বর যেন হয়ে উঠেছে   মাদক সেবনকারীদের মাদক সেবনের অভয়াশ্রম।
দিন নাই রাত নাই জেলখানা চত্বরখানা হয়ে উঠেছে মাদকবিদের ভূসর্গ এই মাদক সেবনকারীদের দ্রুত গ্রেফতার ও মাদকমুক্ত এলাকা  গড়ার লক্ষ্যে  এলাকাবাসীর জোর দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায় মাদক সেবীদের পরিবার তাদের সন্তানদের নিয়ে আতঙ্কে দিন পার করছে,
এভাবে যদি চলতে থাকে,আর প্রশাসনের দৃষ্টি যদি না আসে তাহলে এরকম হাজারো পরিবার নিমিষেই ধ্বংস হয়ে যাবে।
নষ্ট হয়ে যাচ্ছে হাজারো পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ তারা বিপদগ্রস্ত দিশেহারা।
তাই সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাদশাগঞ্জ বাজারে এক সাথে চার দোকানে চুরি

উত্তর জনপদের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায পুরাতন জেলখানা এলাকায় মাদক কারবাড়ি ও সেবনকারীর খপ্পরে পরে ধ্বংস হাজারো পরিবার

পোস্ট হয়েছেঃ ০৭:০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
উত্তর  জনপদের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল   উপজেলায পুরাতন জেলখানা  এলাকায়  মাদক কারবাড়ি ও সেবনকারীর   খপ্পরে পরে ধ্বংস  হাজারো পরিবার ।
দেখার কেউ নেই…?
জেলখানা চত্বর যেন হয়ে উঠেছে   মাদক সেবনকারীদের মাদক সেবনের অভয়াশ্রম।
দিন নাই রাত নাই জেলখানা চত্বরখানা হয়ে উঠেছে মাদকবিদের ভূসর্গ এই মাদক সেবনকারীদের দ্রুত গ্রেফতার ও মাদকমুক্ত এলাকা  গড়ার লক্ষ্যে  এলাকাবাসীর জোর দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায় মাদক সেবীদের পরিবার তাদের সন্তানদের নিয়ে আতঙ্কে দিন পার করছে,
এভাবে যদি চলতে থাকে,আর প্রশাসনের দৃষ্টি যদি না আসে তাহলে এরকম হাজারো পরিবার নিমিষেই ধ্বংস হয়ে যাবে।
নষ্ট হয়ে যাচ্ছে হাজারো পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ তারা বিপদগ্রস্ত দিশেহারা।
তাই সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।