০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​গাইড ওয়াল ভেঙ্গেসড়কে ধসে চলাচল বন্ধ, টেকসই সংস্কার চায় টেরিয়াইলবাসী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল, বহরপুর ও মহানগর সংযোগ সড়ক পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে পড়ায় ওই অঞ্চলেরহাজারো মানুষের চলাচলে দুর্ভোগ নেমে এসেছে।  টেরিয়াইল কালা মিয়ার দোকানের সামনে সড়কের পাশে গাইড ওয়াল ধসে পড়ায় মূল রাস্তাটির একটি বড় অংশ দেবে গিয়ে অচল হয়ে পড়েছে।

উল্লেখযোগ্য এই সড়কটি বহুদিন ধরে অবহেলিত ছিল।  টেরিয়াইল থেকে বহরপুর পর্যন্ত অংশ কিছুদিন আগে আংশিক সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছিল।  তবে দুর্বল নির্মাণ ও পানি নিষ্কাশনের সুষ্ঠুব্যবস্থা না থাকায় অল্প সময়েই নতুন করে ভাঙনের কবলে পড়ে রাস্তাটি।

স্থানীয়দের মতে,টেরিয়াইল-বহরপুর-মহানগর সড়কটি টেকসই ও দীর্ঘস্থায়ী করতে হলে কিছু জরুরি অবকাঠামোগত সংস্কার এখনই প্রয়োজন।  পাহাড় থেকে নেমে আসা পানি ও পলি সঠিকভাবে নিষ্কাষন ও অপসারণনিশ্চিত করতে হবে। পাশাপাশি, শুধু ইটের গাইড ওয়ালের পরিবর্তে গভীর ভিত্তির রড ও কংক্রিট ঢালাই দিয়ে শক্তপোক্ত হেভি গাইড ওয়াল নির্মাণ করতে হবে।  এ ছাড়া, সড়কের পাশ দিয়ে প্রবাহিত পাহাড়ি ছরাটির গভীরতা বজায় রাখতে নিয়মিত খনন করতে হবে। কারণ রাস্তার পাশে ছরা বা খাল থাকলে তা সবসময় ভাঙনও ক্ষতির ঝুঁকি তৈরী করে।

এছাড়াও এলাকাবাসী জানান, বহরপুর হয়ে যাওয়া বিশাল খালটি বহু স্থানে ভরাট হয়ে যাওয়ায় পাহাড়ি পানি সহজে নিষ্কাশিত হচ্ছেনা। বগাচতর থেকে বদরখালী পর্যন্ত পুরো খালটি খননের দাবি জানানো হয়েছে। এতে বর্ষায় জলাবদ্ধতা ও রাস্তা ধসের ঝুঁকি অনেকটাই কমবে। বিশেষভাবে, কালা পুলের পূর্ব পাশে পাহাড়ি স্রোতের মুখে অন্তত১০ মিটার দৈর্ঘ্যের শক্তপোক্ত হেভি ওয়াল নির্মাণ অপরিহার্য, না হলে সেতুর টেকসই ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।

আরো একটি গুরুতর সমস্যা দেখা দিয়েছে বহরপুর বিলে অবস্থিত ছোটব্রিজ এলাকাজুড়ে। দক্ষিণ পাশ থেকে পানি এলেও উত্তর পাশে বসতবাড়ি থাকায় স্বাভাবিক নিষ্কাশন হচ্ছে না। এ অবস্থায় খালের পাড়ঘেঁষে ৩-৪টি বড় নাসি বসিয়ে দিলে বিলের পানি সহজেই খালের মাধ্যমে বের হতে পারবে।

সব মিলিয়ে এলাকাবাসীর প্রত্যাশা— দ্রুত সময়ের মধ্যে প্রকৌশল বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করে, টেকসই রাস্তা নির্মাণও সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ছাড়া এ ভোগান্তির দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের সাথে সাক্ষাতের আমন্ত্রণ পেল জুলাই আন্দোলনে নিহত বিপ্লব হাসানের পরিবার

​গাইড ওয়াল ভেঙ্গেসড়কে ধসে চলাচল বন্ধ, টেকসই সংস্কার চায় টেরিয়াইলবাসী

পোস্ট হয়েছেঃ ০৪:৪০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল, বহরপুর ও মহানগর সংযোগ সড়ক পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে পড়ায় ওই অঞ্চলেরহাজারো মানুষের চলাচলে দুর্ভোগ নেমে এসেছে।  টেরিয়াইল কালা মিয়ার দোকানের সামনে সড়কের পাশে গাইড ওয়াল ধসে পড়ায় মূল রাস্তাটির একটি বড় অংশ দেবে গিয়ে অচল হয়ে পড়েছে।

উল্লেখযোগ্য এই সড়কটি বহুদিন ধরে অবহেলিত ছিল।  টেরিয়াইল থেকে বহরপুর পর্যন্ত অংশ কিছুদিন আগে আংশিক সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছিল।  তবে দুর্বল নির্মাণ ও পানি নিষ্কাশনের সুষ্ঠুব্যবস্থা না থাকায় অল্প সময়েই নতুন করে ভাঙনের কবলে পড়ে রাস্তাটি।

স্থানীয়দের মতে,টেরিয়াইল-বহরপুর-মহানগর সড়কটি টেকসই ও দীর্ঘস্থায়ী করতে হলে কিছু জরুরি অবকাঠামোগত সংস্কার এখনই প্রয়োজন।  পাহাড় থেকে নেমে আসা পানি ও পলি সঠিকভাবে নিষ্কাষন ও অপসারণনিশ্চিত করতে হবে। পাশাপাশি, শুধু ইটের গাইড ওয়ালের পরিবর্তে গভীর ভিত্তির রড ও কংক্রিট ঢালাই দিয়ে শক্তপোক্ত হেভি গাইড ওয়াল নির্মাণ করতে হবে।  এ ছাড়া, সড়কের পাশ দিয়ে প্রবাহিত পাহাড়ি ছরাটির গভীরতা বজায় রাখতে নিয়মিত খনন করতে হবে। কারণ রাস্তার পাশে ছরা বা খাল থাকলে তা সবসময় ভাঙনও ক্ষতির ঝুঁকি তৈরী করে।

এছাড়াও এলাকাবাসী জানান, বহরপুর হয়ে যাওয়া বিশাল খালটি বহু স্থানে ভরাট হয়ে যাওয়ায় পাহাড়ি পানি সহজে নিষ্কাশিত হচ্ছেনা। বগাচতর থেকে বদরখালী পর্যন্ত পুরো খালটি খননের দাবি জানানো হয়েছে। এতে বর্ষায় জলাবদ্ধতা ও রাস্তা ধসের ঝুঁকি অনেকটাই কমবে। বিশেষভাবে, কালা পুলের পূর্ব পাশে পাহাড়ি স্রোতের মুখে অন্তত১০ মিটার দৈর্ঘ্যের শক্তপোক্ত হেভি ওয়াল নির্মাণ অপরিহার্য, না হলে সেতুর টেকসই ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।

আরো একটি গুরুতর সমস্যা দেখা দিয়েছে বহরপুর বিলে অবস্থিত ছোটব্রিজ এলাকাজুড়ে। দক্ষিণ পাশ থেকে পানি এলেও উত্তর পাশে বসতবাড়ি থাকায় স্বাভাবিক নিষ্কাশন হচ্ছে না। এ অবস্থায় খালের পাড়ঘেঁষে ৩-৪টি বড় নাসি বসিয়ে দিলে বিলের পানি সহজেই খালের মাধ্যমে বের হতে পারবে।

সব মিলিয়ে এলাকাবাসীর প্রত্যাশা— দ্রুত সময়ের মধ্যে প্রকৌশল বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করে, টেকসই রাস্তা নির্মাণও সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ছাড়া এ ভোগান্তির দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়।