
নোটিশ ছাড়াই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিসদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রব্বানীর বাড়ি ভেঙে দিয়েছে পৌর প্রশাসন বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ পৌরসভার আড়তপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের উপস্থিতিতে বাড়িটি ভাঙা হয়।আফরোজা রব্বানী অভিযোগ করে বলেন, ২০১৫ সালে আড়তপট্টি এলাকায় ৩ শতক জমি কিনে মিউটেশন করে সেখানে একটি পোতা পাকা করে টিনের বসতঘর নির্মাণ করেন এবং তা ভাড়া দিয়ে আসছিলেন। সম্প্রতি ওই এলাকার পাশ দিয়ে সড়ক নির্মাণ কাজ শুরু করে পৌরসভা। এ সময় পৌরসভা থেকে তাকে একটি নোটিশ প্রদান করা হয়। জবাবে তিনি দাবি করেন, তার জমির পরিমাণ নির্ধারণ করে সীমানা বুঝিয়ে দিয়ে কাজ করতে হবে।তিনি আরও বলেন, “বুধবার পৌর প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি জানান ঘর ভেঙে দেওয়া হবে। আমি অনুরোধ করি, জমি মাপঝোঁক করে সুযোগ দিলে আমি নিজেই সরিয়ে নেব। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, ঘর ভেঙে দেবেন।এরপর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ধরনের নতুন নোটিশ ছাড়াই ঘরটি ভেঙে দেওয়া হয়।”আফরোজা রব্বানীর দাবি, এক মাস আগে তার ভাড়াটিয়াকে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। “আমি রাস্তার জন্য জমি ছাড়তে রাজি ছিলাম, কিন্তু জোরপূর্বক দখল নিয়েছে। নাগরিক হিসেবে আমার অধিকার হরণ