০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

  • মিজানুর রহমান
  • পোস্ট হয়েছেঃ ০৬:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 132
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী বাজারের রুপা স্বর্ণাকারের স্বত্বাধিকারী আজিজুল হক-এর একমাত্র ছেলে মো: রিয়াজুল ইসলাম (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।
জানা যায়, রিয়াজুল কটিয়াদী স্ট্যান্ডার্ড ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র ছিলেন। সোমবার (৭জুলাই) স্কুল শেষে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক কদমতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পারিবার সূত্রে জানা যায়,রিয়াজুলসহ আরও ২ স্কুল শিক্ষার্থীকে প্রতিদিন নিয়ে-আসার জন্য একটি অটু-রিকশা ভাড়া করা হয়, প্রতিদিনের জন্য ।সোমবারেও স্কুল শেষে নিয়ে এসে বাড়ির পাশে না নামিয়ে কদমতলা মোড়ে নামিয়ে দেয়। ফলে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন সে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইদিন লাইফ সাপোর্টে থেকে মঙ্গলবার রাত ১টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এতে রিয়াজুলের পরিবারে নেমে আসে শোকের ছাঁয়া। রিয়াজুল ছিলেন তার বাবা-মায়ের ২য় সন্তান। ছেলের এমন অকাল মৃত্যুতে শিক্ষক ও তাঁর পরিবার ভেঙে পড়েছে। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এই বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার কথা জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের সাথে সাক্ষাতের আমন্ত্রণ পেল জুলাই আন্দোলনে নিহত বিপ্লব হাসানের পরিবার

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

পোস্ট হয়েছেঃ ০৬:২৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী বাজারের রুপা স্বর্ণাকারের স্বত্বাধিকারী আজিজুল হক-এর একমাত্র ছেলে মো: রিয়াজুল ইসলাম (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।
জানা যায়, রিয়াজুল কটিয়াদী স্ট্যান্ডার্ড ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র ছিলেন। সোমবার (৭জুলাই) স্কুল শেষে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক কদমতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পারিবার সূত্রে জানা যায়,রিয়াজুলসহ আরও ২ স্কুল শিক্ষার্থীকে প্রতিদিন নিয়ে-আসার জন্য একটি অটু-রিকশা ভাড়া করা হয়, প্রতিদিনের জন্য ।সোমবারেও স্কুল শেষে নিয়ে এসে বাড়ির পাশে না নামিয়ে কদমতলা মোড়ে নামিয়ে দেয়। ফলে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন সে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইদিন লাইফ সাপোর্টে থেকে মঙ্গলবার রাত ১টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এতে রিয়াজুলের পরিবারে নেমে আসে শোকের ছাঁয়া। রিয়াজুল ছিলেন তার বাবা-মায়ের ২য় সন্তান। ছেলের এমন অকাল মৃত্যুতে শিক্ষক ও তাঁর পরিবার ভেঙে পড়েছে। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এই বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার কথা জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।