
গত ৬ জুলাই ২০২৫ তারিখ রাতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা সেনপাড়া এলাকার খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন মুনসুর আলীর দোকান ঘরের টিনের বেড়া ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা নগদ টাকাসহ বিভিন্ন মুদি মালামাল চুরি করে নিয়ে যায়। তৎপ্রেক্ষিতে দৌলতপুর থানার মামলা নং-০৬, তারিখ-০৯/০৭/২৫ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ চোরদেরকে সনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই ২০২৫ তারিখ রাতে দৌলতপুর থানাধীন আবু সুফিয়ান কলোনী এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর ১) সালাউদ্দিন মিনা (২৫), পিতা-সাহেব আলী মিনা, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর এবং ২) সাথী (২২), স্বামী-আব্দুর রহমান, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে দোকানের চুরি হওয়া ৫২ পিস সাবান, ৪ প্যাকেট ডিটারজেন্ট পাউডার, ১২ প্যাকেট Surf excel, ৩৬ টি মিনি প্যাক Conditioner, ১০ টি রাজিব চকো চকো বলপেন, ৫১ প্যাকেট বিস্কুট, ১২ প্যাকেট ড্রাই কেক, ৭ প্যাকেট কেক, ১৯ প্যাকেট টেস্টি স্যালাইন, ৪ প্যাকেট টিস্যু, ২ প্যাকেট মশার কয়েল, ৩ বোতল স্পিড, ৩ বোতল ফিজ আপ, ২ বোতল ম্যাক্স কোলা এবং ৯ টি সিলন ইনস্ট্যান্ট মিল্ক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।