০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুকুর নয় বিদ্যালয়ের মাঠ দূর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

পুরো বিদ্যালয়ের মাঠ জুড়ে থই থই পানি। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় পানিবদ্ধতা। এতে ডেঙ্গু আতঙ্ক ও চরম দুর্ভোগে শিক্ষক,শিক্ষার্থী ও পথচারিরা। এমন চিত্র দেখা যায়,উপজেলার সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। পানিবদ্ধতা কারনে শিক্ষার্থীদের খেলাধূলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা মাঠে নামতে পারছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে বৃষ্টির পানিতে পুরো মাঠ পানিবদ্ধতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে শনিবার সকালে গিয়ে দেখা যায়,সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পশ্চিম পাশে রয়েছে শহিদ রফিক স্মরণী সড়ক, পশ্চিম উত্তরে রয়েছে পৌর বাজার। সড়ক ও বাজার থেকে বিদ্যালয়ের  মাঠ নিচু ও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে মাঠে জমে যায় পানি।  ফলে শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে দিয়ে যেতে পারছে না। আবার কেউ কেউ হাটু পানি ভেঙ্গে বিদ্যালয় যাচ্ছে। এতে চরম দুর্ভোগের শিকার শিক্ষার্থীরা। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানান,সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি  জমে থাকে। এতে মাঠের ঘাস ও আগাছা পঁচে দুর্গন্ধ ছড়ায়, চার পাশে স্যাঁতস্যাঁতে পরিবেশে মশা বংশ বিস্তার করছে বিধায় ডেঁঙ্গু আক্রান্ত নিয়েও আমরা চিন্তিত। দ্রুত বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.আরিফুর রহমান দুর্ভোগের কথা স্বীকার করে বলেন,মাঠের পানি নিস্কাশনের জন্য ইউএনও স্যারকে অবগত করেছি। দ্রুত ড্রেনেজের মাধ্যমে  পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ জানান,পানি শুকিয়ে গেলে ড্রেনেজের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার আসামিকে বাঁচাতে বিএনপির নেতার বাঁধা

পুকুর নয় বিদ্যালয়ের মাঠ দূর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

পোস্ট হয়েছেঃ ১১:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

পুরো বিদ্যালয়ের মাঠ জুড়ে থই থই পানি। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় পানিবদ্ধতা। এতে ডেঙ্গু আতঙ্ক ও চরম দুর্ভোগে শিক্ষক,শিক্ষার্থী ও পথচারিরা। এমন চিত্র দেখা যায়,উপজেলার সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। পানিবদ্ধতা কারনে শিক্ষার্থীদের খেলাধূলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা মাঠে নামতে পারছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে বৃষ্টির পানিতে পুরো মাঠ পানিবদ্ধতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে শনিবার সকালে গিয়ে দেখা যায়,সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পশ্চিম পাশে রয়েছে শহিদ রফিক স্মরণী সড়ক, পশ্চিম উত্তরে রয়েছে পৌর বাজার। সড়ক ও বাজার থেকে বিদ্যালয়ের  মাঠ নিচু ও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে মাঠে জমে যায় পানি।  ফলে শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে দিয়ে যেতে পারছে না। আবার কেউ কেউ হাটু পানি ভেঙ্গে বিদ্যালয় যাচ্ছে। এতে চরম দুর্ভোগের শিকার শিক্ষার্থীরা। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানান,সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি  জমে থাকে। এতে মাঠের ঘাস ও আগাছা পঁচে দুর্গন্ধ ছড়ায়, চার পাশে স্যাঁতস্যাঁতে পরিবেশে মশা বংশ বিস্তার করছে বিধায় ডেঁঙ্গু আক্রান্ত নিয়েও আমরা চিন্তিত। দ্রুত বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.আরিফুর রহমান দুর্ভোগের কথা স্বীকার করে বলেন,মাঠের পানি নিস্কাশনের জন্য ইউএনও স্যারকে অবগত করেছি। দ্রুত ড্রেনেজের মাধ্যমে  পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ জানান,পানি শুকিয়ে গেলে ড্রেনেজের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।