
নরসিংদীতে ফুফুর বাড়িতে কাঁঠাল পৌঁছে দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন তামিম রহমান (১৫) নামের এক কিশোর।
আজ রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় জেলার ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তামিম পৌর শহরের বাসাইল এলাকার মো: ফখরুল ইসলামের ছেলে। সে মাদরাসার ছাত্র ছিল।
নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় তামিমের মা বাটিতে করে কাঁঠাল দিয়ে সদর উপজেলা মোড়স্থ ফুফুর বাড়িতে পৌঁছাতে পাঠায়। এসময় জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পারাপার হচ্ছিলো। অসাবধানতাবশত রেললাইনের উপরে থাকাকালীন সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নরসিংদী রেলওয়ে স্টেশনের ইনচার্জ এমবিএম জহুরুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে সিলেট থেকে ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় কিশোরের মৃত্যু হয়েছে। আমরা মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। সুরতহাল প্রতিবেদন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।