১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তরুণদের আন্দোলন থামবেনা,আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে : মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার

  • নুরুল আলম
  • পোস্ট হয়েছেঃ ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 175
 যে শিক্ষা বাস্তব জীবনে কাজ না লাগে সে শিক্ষা  বোঝা হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও তখন সরকারের  একটা নামে মাত্র ডিগ্রি,  কাজের ক্ষেত্রে  অনুপযোগী হয়ে যায়। লক্ষ লক্ষ  শিক্ষিত ছেলে বেকার,কর্মসংস্থান নেই।  যুগোপযোগী শিক্ষা, জ্ঞান ও দক্ষতাবৃদ্ধি করতে হবে। সরকারের মৎস্য ওপ্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার  এ’ কথা বলেন।  স্থানীয় ” স্বপ্ন বিলাস শিক্ষা  নিকেতন” আয়োজিত  “নব চিন্তা, তরুণদের দক্ষতাও উন্নয়নের যাত্রা ” শীর্ষক  এক সেমিনারে  উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।১২ জুলাই, শনিবার সকালে  চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম  আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)  ডিপ্লো ম্যাসী চাকমা, এলডিপির  সংসদীয় প্রার্থী অধ্যাপক ওমর ফারুক, জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী ডা: শাহাদাত হোসেন,  চট্টগ্রাম বারের সাবেক সভাপতি  আইনজীবী  নাজিম উদ্দীন,এনসিপি নেতা হাসান আলী,বিএনপি নেতা এমএ হাশেম রাজু, চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম,  সভাপতি মাকসুদুর রহমান,সেক্রেটারী ও উদ্যেক্তা জাহাঙ্গীর আলম,  তরুণ সমাজকর্মী সাইফুল ইসলাম, শাহরিয়া আকতারও মহিলা উদ্যেক্তা রাফি  আজিম।
   উপদেষ্টা আরও বলেন,  এ দেশের মাটি উর্বর, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা মিটানো সম্ভব।  নারী সমাজকে কাজে লাগানোর উপর গুরুত্ব করে বলেন এদেরকে দক্ষতা দিয়ে   উন্নয়ন অগ্রগতি তরান্বিত করতে হবে। তিনি চাকুরীর পেছনে না ছুটে  তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।  বিকেলে উপদেষ্টা চট্টগ্রাম ও বান্দরবান জেলার মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের  কর্মচারী ও খামারিদের সাথে মত বিনিময়ে মিলিত হন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

হরিপুরে সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু/উভ/ঠাকুরগাঁও

তরুণদের আন্দোলন থামবেনা,আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে : মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার

পোস্ট হয়েছেঃ ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
 যে শিক্ষা বাস্তব জীবনে কাজ না লাগে সে শিক্ষা  বোঝা হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও তখন সরকারের  একটা নামে মাত্র ডিগ্রি,  কাজের ক্ষেত্রে  অনুপযোগী হয়ে যায়। লক্ষ লক্ষ  শিক্ষিত ছেলে বেকার,কর্মসংস্থান নেই।  যুগোপযোগী শিক্ষা, জ্ঞান ও দক্ষতাবৃদ্ধি করতে হবে। সরকারের মৎস্য ওপ্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার  এ’ কথা বলেন।  স্থানীয় ” স্বপ্ন বিলাস শিক্ষা  নিকেতন” আয়োজিত  “নব চিন্তা, তরুণদের দক্ষতাও উন্নয়নের যাত্রা ” শীর্ষক  এক সেমিনারে  উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।১২ জুলাই, শনিবার সকালে  চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম  আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)  ডিপ্লো ম্যাসী চাকমা, এলডিপির  সংসদীয় প্রার্থী অধ্যাপক ওমর ফারুক, জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী ডা: শাহাদাত হোসেন,  চট্টগ্রাম বারের সাবেক সভাপতি  আইনজীবী  নাজিম উদ্দীন,এনসিপি নেতা হাসান আলী,বিএনপি নেতা এমএ হাশেম রাজু, চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম,  সভাপতি মাকসুদুর রহমান,সেক্রেটারী ও উদ্যেক্তা জাহাঙ্গীর আলম,  তরুণ সমাজকর্মী সাইফুল ইসলাম, শাহরিয়া আকতারও মহিলা উদ্যেক্তা রাফি  আজিম।
   উপদেষ্টা আরও বলেন,  এ দেশের মাটি উর্বর, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা মিটানো সম্ভব।  নারী সমাজকে কাজে লাগানোর উপর গুরুত্ব করে বলেন এদেরকে দক্ষতা দিয়ে   উন্নয়ন অগ্রগতি তরান্বিত করতে হবে। তিনি চাকুরীর পেছনে না ছুটে  তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।  বিকেলে উপদেষ্টা চট্টগ্রাম ও বান্দরবান জেলার মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের  কর্মচারী ও খামারিদের সাথে মত বিনিময়ে মিলিত হন।