
“ন্যায্য ও সম্ভাবনাময় বিয়ে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ জুলাই)সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পরিবার কল্যাণ পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফাতেমা বেগম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো: নুরুল হক। আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ভূপতি রঞ্জন দাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহীনা আক্তার, দরগাপাশা ইউনিয়ন স্বাস্থ্য কর্মী তমা বেগম।
এসময় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিদর্শিকারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরবর্তীতে কাজের স্বীকৃতি স্বরুপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।