
গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
জেলা পুলিশ সূত্র জানায়, সোমবার (১৪ জুলাই) গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনকে গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি, গাজীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) সুশান্ত নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, গাজীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) সুশান্ত এর হাতে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় প্রধান অতিথি গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
এ প্রসঙ্গে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালীগঞ্জ বাসীর সার্বিক সহযোগীতার কারণে বারবার সাফল্য অর্জনে সক্ষম হয়েছি। পুলিশী সেবা জনগণের দৌড় গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করি।