
গাইবান্ধা পৌর এলাকায় ট্রাক টার্মিনাল নির্মাণ ও বাস টার্মিনাল আধুনিকীকরণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শ্রমিক উইং। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা পৌরসভায় দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ বাস টার্মিনালের অভাব এবং ট্রাক টার্মিনালের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ, যাত্রী, চালক ও শ্রমজীবী মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছেন। পুরাতন বাস টার্মিনালের অবকাঠামোগত দুর্বলতা, যাত্রীদের জন্য পর্যাপ্ত সেবা না থাকা এবং ট্রাক পার্কিংয়ের নির্দিষ্ট স্থান না থাকায় শহরের যানজট ও জননিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পরে তারা জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় সার্চ কমিটির প্রধান সম্রাট শেখ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে ৫টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো: ১. গাইবান্ধা পৌরসভার বর্তমান বাস টার্মিনালকে আধুনিকায়ন করে সেখানে ছাউনি, বিশ্রামাগার, পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন।
২. পৌরসভার আওতায় একটি পূর্ণাঙ্গ ট্রাক টার্মিনাল দ্রুত নির্মাণ, যেখানে চালক-সহকারীদের বিশ্রামের ব্যবস্থা, গ্যারেজিং এবং নিরাপত্তা নিশ্চিতে আধুনিক সুবিধা থাকবে।
৩. টার্মিনাল এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা।
৪. যানজট রোধে বাস ও ট্রাকের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন।
৫. স্থানীয় সরকার, পৌরসভা এবং গণপরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বিতভাবে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ।
মানববন্ধনে এনসিপি নেতারা বলেন, যদি এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।