
বৈরী আবহাওয়া ও নিম্ন চাপের ফলে সুইচগেটের খালে জোয়ারের পানি প্রবেশ করেছে! যেকোনো সময় বেরিবাদ ভেঙে জোয়ারের পানি তে ডুবে যেতে পারে নিচু অসংখ্য ঘরবাড়ি। তাই তজুমদ্দিন উপজেলা বেরিবাদের কাছাকাছি যারা রয়েছেন, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।