০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে ফেইক আইডির বিরুদ্ধে ছাত্রদল নেতা ফয়সালের জিডি

  • লুৎফুর রহমান
  • পোস্ট হয়েছেঃ ১২:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 212
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের নামে ফেইজবুকে ফেইক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য, ছবি ও ভিডিও এডিটিং এবং গুজব ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ দীর্ঘ দিনের। আর এই সব ফেইক আইডির বিরুদ্ধে জিডি করলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ছাত্র প্রতিনিধি ও চাঁদপুর ‘ল’ কলেজের প্রথম বর্ষের ছাত্র মোঃ ফয়সাল খন্দকার।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ১৪টি ফেইক আইডির নাম ও লিঙ্ক উল্লেখ করে উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের জিডি করার বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার জিয়াউল হক মিলন।
জিডির অভিযোগ থেকে জানা যায়, সামাজিক, রাজনৈতিক ও পরিবারিকভাবে সম্মানহানি করার জন্য ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকারের নামে মতলবের কিং, মতলব আমার গৌরবময় দীপ্ত, সংবাদ সারাদেশ, মতলবের আয়নাঘর, মতলব বার্তা, গুপ্ত রাজনীতি, Matlab Wants Peace, Snigdha Zaman, Ismail Prodhan, Md Jamal, মতলবের সিআইডি, সংবাদ সারাদেশ, পরিমনি, আজকের মতলব নামীয় ফেইক আইডির মাধ্যমে ফেইজবুকে মিথ্যা তথ্য ও ছবি এডিটিং করে ভিন্ন তারিখ ও সময়ে কয়েকটি পাস্ট করা হয়।
তথ্য মতে, জিডিতে উল্লেখিত ফেইক আইডিগুলোসহ আরও অনেক ফেইক আইডির মাধ্যমে নানা রকম উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে প্রতিনিয়ত। রীতিমতো এসব আইডিগুলি বিভিন্ন ব্যক্তির কাছে তথ্য ছড়িয়ে ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ দাবি করছে। এই সমস্ত ফেইক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে বহুবার। তারপরও আইনের তোয়াক্কা না করেই, নির্ধিয়ায় চালাচ্ছে এসব বেনামি আইডিগুলি। উপজেলায় সম্প্রীতি কিছু আইডি বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সকলের নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে দিন রাত সমান তালে। যে কোন নির্বাচন ও দলের কমিটি গঠন করার সমেয় আসলেই এসব ফেইক আইডির জন্ম হয় অনেক বেশি।
থানায় জিডি করার বিষয়ে ফয়সাল খন্দকার বলেন, ছাত্রদলের রাজনীতিতে আমার ত্যাগ ও অর্জনকে কলঙ্কিত করতে একটি পক্ষ ওই সকল ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আইনি প্রক্রিয়া শুরু করতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ জানাবো। তার ধারণা, দলীয় রাজনীতিতে গ্রুপিং এর কারণে একটি চক্র সক্রিয় এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত।
মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, উপজেলায় আমরা অনেক ফেসবুক ফেইক একাউন্টের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা ইতিমধ্যে চিহ্নিত করার কাজ শুরু করেছি। অতি শীঘ্রই এসব ফেইক আইডির মালিকদের ধরে শাস্তির আওতায় আনা হবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

‎হাত-পা ভেঙে জঙ্গলে জীবন্ত পুঁতে ফেলতে চেয়েছিল স্ত্রী, উদ্ধার এক পথচারীর হাতে!

মতলবে ফেইক আইডির বিরুদ্ধে ছাত্রদল নেতা ফয়সালের জিডি

পোস্ট হয়েছেঃ ১২:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের নামে ফেইজবুকে ফেইক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য, ছবি ও ভিডিও এডিটিং এবং গুজব ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ দীর্ঘ দিনের। আর এই সব ফেইক আইডির বিরুদ্ধে জিডি করলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ছাত্র প্রতিনিধি ও চাঁদপুর ‘ল’ কলেজের প্রথম বর্ষের ছাত্র মোঃ ফয়সাল খন্দকার।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ১৪টি ফেইক আইডির নাম ও লিঙ্ক উল্লেখ করে উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের জিডি করার বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার জিয়াউল হক মিলন।
জিডির অভিযোগ থেকে জানা যায়, সামাজিক, রাজনৈতিক ও পরিবারিকভাবে সম্মানহানি করার জন্য ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকারের নামে মতলবের কিং, মতলব আমার গৌরবময় দীপ্ত, সংবাদ সারাদেশ, মতলবের আয়নাঘর, মতলব বার্তা, গুপ্ত রাজনীতি, Matlab Wants Peace, Snigdha Zaman, Ismail Prodhan, Md Jamal, মতলবের সিআইডি, সংবাদ সারাদেশ, পরিমনি, আজকের মতলব নামীয় ফেইক আইডির মাধ্যমে ফেইজবুকে মিথ্যা তথ্য ও ছবি এডিটিং করে ভিন্ন তারিখ ও সময়ে কয়েকটি পাস্ট করা হয়।
তথ্য মতে, জিডিতে উল্লেখিত ফেইক আইডিগুলোসহ আরও অনেক ফেইক আইডির মাধ্যমে নানা রকম উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে প্রতিনিয়ত। রীতিমতো এসব আইডিগুলি বিভিন্ন ব্যক্তির কাছে তথ্য ছড়িয়ে ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ দাবি করছে। এই সমস্ত ফেইক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে বহুবার। তারপরও আইনের তোয়াক্কা না করেই, নির্ধিয়ায় চালাচ্ছে এসব বেনামি আইডিগুলি। উপজেলায় সম্প্রীতি কিছু আইডি বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সকলের নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে দিন রাত সমান তালে। যে কোন নির্বাচন ও দলের কমিটি গঠন করার সমেয় আসলেই এসব ফেইক আইডির জন্ম হয় অনেক বেশি।
থানায় জিডি করার বিষয়ে ফয়সাল খন্দকার বলেন, ছাত্রদলের রাজনীতিতে আমার ত্যাগ ও অর্জনকে কলঙ্কিত করতে একটি পক্ষ ওই সকল ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আইনি প্রক্রিয়া শুরু করতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ জানাবো। তার ধারণা, দলীয় রাজনীতিতে গ্রুপিং এর কারণে একটি চক্র সক্রিয় এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত।
মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, উপজেলায় আমরা অনেক ফেসবুক ফেইক একাউন্টের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা ইতিমধ্যে চিহ্নিত করার কাজ শুরু করেছি। অতি শীঘ্রই এসব ফেইক আইডির মালিকদের ধরে শাস্তির আওতায় আনা হবে।