
বিগত ২৭ জুলাই নেত্রকোনায় এক পথ সভায় সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পাটির এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর মিথ্যে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মাওনা বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদের আয়োজনে গতকাল বিকালে মাওনা চৌ -রাস্তায় এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। এতে নেতৃত্ব দেন,সাবেক যুবদল নেতা ও বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী।
এ ছাড়া ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বাবর সৈনিক কর্মজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি,আশরাফুল ইসলাম, ছাত্র নেতা মেহেদি হাসান প্রমুখ। বক্ততারা বলেন, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে যে মিথ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার জন্য জাতীয় ভাবে মাফ চাইতে হবে,আমরা এনসিপির নেতাকে তাঁর দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার জন্য এ সরকারের নিকট দাবি করছি।