
যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হলে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঘটে গেল বাস্তব জীবনের এক ‘থ্রিলার’। সিনেমার গল্পে যেমন বিশ্বাসঘাতক প্রেমিক, অজ্ঞান করা নায়িকা আর রহস্যময় চুরি—এবার ঠিক সেরকমই ঘটনা ঘটেছে লতা শিকদার নামের এক তরুণীর জীবনে।
নড়াইল জেলার সদর উপজেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের ২০ বছর বয়সী মেয়ে লতা প্রেমিকের হাত ধরে সিনেমা দেখতে এসেছিলেন। প্রেমিক নাকি আগেই বলেছিল—”আজ তোমার জন্য সারপ্রাইজ আছে!” সারপ্রাইজ যে এতো বড় হবে, তা হয়তো লতার প্রেমও বুঝতে পারেনি।
সিনেমা দেখতে দেখতে, ঠিক কোন দৃশ্যের সময় প্রেমিক অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিল বা স্প্রে করলো—তা জানা যায়নি। তবে প্রেমিক যে সিনেমা শেষ না হতেই গহনা, টাকা এবং মালামাল নিয়ে নিজেই ‘শেষ দৃশ্য’ তৈরি করে উধাও হয়ে গেছে, সেটা পরিষ্কার।
হল স্টাফরা লতাকে সিনেমা হলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখন চিকিৎসাধীন লতার জ্ঞান ফিরেছে, আর ফিরেছে তার প্রেম নিয়ে চরম অনুশোচনাও।
হাসপাতালের চিকিৎসক মৌসুমি আক্তার জানান, “লতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে মানসিক অবস্থা ‘দাগ থেকে গেছে’ পর্যায়ের।”
প্রেমিকের প্রতারণায় সর্বস্ব হারিয়ে লতা এখন বুঝেছেন—সব সিনেমা প্রেমের হয় না, আর সব প্রেম সিনেমার মতো হয় না।