
স্ত্রীর ষড়যন্ত্রে স্বামীর উপর বর্বরোচিত হামলার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারেলিতে। আক্রান্ত ব্যক্তি রাজীব, পেশায় এক চিকিৎসকের সহকারী। তাকে হাত-পা ভেঙে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা চালানো হয়। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি, একজন পথচারীর কারণে।
ঘটনার বিবরণ:
২১ জুলাই রাতে, রাজীবের স্ত্রী সাধনা ও তার পাঁচ ভাই মিলে এক পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে। তারা ১১ জন ভাড়াটে গুন্ডাকে নিয়োগ করে রাজীবকে হত্যার জন্য। সেই রাতেই রাজীবের বাড়িতে হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে ফেলে হামলাকারীরা। এরপর তাকে সিবি গঞ্জ এলাকার একটি জঙ্গলে নিয়ে গিয়ে মাটিচাপা দিতে গর্ত খনন শুরু করে।
ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছায় এক অচেনা পথচারী। তাকে দেখে আতঙ্কে পালিয়ে যায় হামলাকারীরা। পথচারী ব্যক্তি আহত রাজীবকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
রাজীবের পরিবারের বক্তব্য:
রাজীবের বাবা নেত্রাম বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল ওরা। আমি চাই, আমার পুত্রবধূ এবং তার ভাইদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”