০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • Kapil uddin
  • পোস্ট হয়েছেঃ ১২:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 343

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি এলাকার মৃত আব্দু জলিলের পুত্র আব্দুর রহমান (৪০) তার নিজ মালিকানাধীন ও দীর্ঘদিন ধরে ভোগদখলকৃত বিএস ২৪৪ নম্বর খতিয়ানের ২১১৮ দাগভুক্ত ৮০ শতক জমিতে চাষাবাদ করছিলেন। হঠাৎ করে একই এলাকার আবুল কাশেম (৪৫) নামের এক ব্যক্তি অজ্ঞাত আরও ১০/১২ জনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে ধানের চারা রোপণ শুরু করে।

জমির প্রকৃত মালিক আব্দুর রহমান এসময় বাঁধা দিতে গেলে অভিযুক্ত আবুল কাশেম ও তার সহযোগীরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। তারা বলে, “তুমি যদি আবার জমিতে আসো,তাহলে তোমাকে গুম করে ফেলবো। দকলবাজ চক্রের সদস্য আবুল কাসেম দখল ছেড়ে দিতে দই লক্ষ টাকা দাবি জানান।
ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, “আমি গত ১৫ বছর ধরে এই জমি চাষাবাদ করে আসছি। জমির সব কাগজপত্র আমার নামে রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে একাধিকবার শালিসে আমার পক্ষেই রায় হয়েছে। তবুও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
ঘটনার পরপরই তিনি চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে আব্দুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে করে তার জমির দখল বজায় রাখা সম্ভব হয়।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

‎হাত-পা ভেঙে জঙ্গলে জীবন্ত পুঁতে ফেলতে চেয়েছিল স্ত্রী, উদ্ধার এক পথচারীর হাতে!

চকরিয়ায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পোস্ট হয়েছেঃ ১২:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি এলাকার মৃত আব্দু জলিলের পুত্র আব্দুর রহমান (৪০) তার নিজ মালিকানাধীন ও দীর্ঘদিন ধরে ভোগদখলকৃত বিএস ২৪৪ নম্বর খতিয়ানের ২১১৮ দাগভুক্ত ৮০ শতক জমিতে চাষাবাদ করছিলেন। হঠাৎ করে একই এলাকার আবুল কাশেম (৪৫) নামের এক ব্যক্তি অজ্ঞাত আরও ১০/১২ জনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে ধানের চারা রোপণ শুরু করে।

জমির প্রকৃত মালিক আব্দুর রহমান এসময় বাঁধা দিতে গেলে অভিযুক্ত আবুল কাশেম ও তার সহযোগীরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। তারা বলে, “তুমি যদি আবার জমিতে আসো,তাহলে তোমাকে গুম করে ফেলবো। দকলবাজ চক্রের সদস্য আবুল কাসেম দখল ছেড়ে দিতে দই লক্ষ টাকা দাবি জানান।
ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, “আমি গত ১৫ বছর ধরে এই জমি চাষাবাদ করে আসছি। জমির সব কাগজপত্র আমার নামে রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে একাধিকবার শালিসে আমার পক্ষেই রায় হয়েছে। তবুও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
ঘটনার পরপরই তিনি চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে আব্দুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে করে তার জমির দখল বজায় রাখা সম্ভব হয়।