
মাগুরার মহম্মদপুর উপজেলার ১ নং বাবুখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডুমুরশিয়া ডি.সি. মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে আগামী ২ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় ডুমুরশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব এডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মিথুন রায় চৌধুরী।
সভাটি সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন মোহাম্মদ রিপন হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সেচ্ছাসেবক দল, বাবুখালী ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।