
ডিগ্রি পরীক্ষায় দেশসেরা গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শামীমা আক্তারকে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া সংবর্ধনা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসায় গিয়ে ডি.এম জিয়া আনুষ্ঠানিকভাবে শামীমা আক্তারকে এই সংবর্ধনা ও পুরষ্কার দিয়ে সম্মানিত করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা বাদশা, তারেক জিয়ার প্রজন্ম দলের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু শামা মিষ্টার, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, তাঁতী দলের যুগ্ন আহ্বায়ক ইউপি সদস্য আব্দুল কুদ্দস ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ।
উল্লেখ্য, চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় শামীমা আক্তার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় পরীক্ষা দিয়ে সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করে সন্মিলিত মেধা তালিকায় দেশসেরা নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবউজ্জল কৃতিত্বের জন্য এই সংবর্ধনা দেওয়া হয়। শামীমা আক্তার দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি আবু বাককার সুজনের ছোট ভাই আব্দুর রাজ্জাকের স্ত্রী।