
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার, নিশাত এঞ্জেলা।
বুধবার(৩০ জুলাই)পুলিশ সুপার সাদুল্লাপুর থানায় উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে পুলিশ সুপার সাদুল্লাপুর থানার নথিপত্র, হাজতখানা, ফোর্সদের ব্যারাক ও থানার চারপাশ পরিদর্শন করেন ।
থানায় কর্মরত অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময়, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় সাদুল্লাপুর থানা সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।