
নওগাঁর আত্রাই উপজেলার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পাঁচুপুর দি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গত বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠান সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এনামুল হক। প্রতিষ্ঠান প্রধান আঃ কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম নাছির উদ্দিন,অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক মশিউর রহমান, মোছাঃ জিন্নাতুন ফেরদৌস,সহকারী শিক্ষক,আঃ রহমান, সোহাগ মিলন, আঃ মজিদ, সাইয়াদুর ইসলাম এবং শিক্ষর্থীদের অভিভাবকসহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় । এর মধ্যে পাশ করেছে মোট এক হাজার ৩৫জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।