০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​পাহাড় কাটায় লক্ষ টাকা জরিমানা, সীতাকুণ্ডে লিংক রো‌ড়ে মোবাইল কোর্টের অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বায়েজিদ লিংক রোড এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রোববার (৩ আগস্ট ২০২৫) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন। অভিযান চলাকালে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের প্রমাণ পাওয়ায় অমিত আইচ নামে এক ব্যক্তিকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাহিনী। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, “পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আর বরদাশত করা হবে না। পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” পরিবেশবিদরা মনে করছেন, পাহাড় কাটা রোধে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। তারা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলেও অভিহিত করেছেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মদন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

​পাহাড় কাটায় লক্ষ টাকা জরিমানা, সীতাকুণ্ডে লিংক রো‌ড়ে মোবাইল কোর্টের অভিযান

পোস্ট হয়েছেঃ ০৩:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বায়েজিদ লিংক রোড এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রোববার (৩ আগস্ট ২০২৫) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন। অভিযান চলাকালে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের প্রমাণ পাওয়ায় অমিত আইচ নামে এক ব্যক্তিকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে পাহাড় কাটার কাজে ব্যবহৃত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাহিনী। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, “পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আর বরদাশত করা হবে না। পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” পরিবেশবিদরা মনে করছেন, পাহাড় কাটা রোধে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। তারা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলেও অভিহিত করেছেন।