
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একটি র্যালি বের করা হয়। পরে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির শেষাংশে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাই দুন নবী সালাম। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সাইবার দলের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্যপ্রযুক্তিনির্ভর এই সংগঠন আগামীর রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বগুড়া জেলা শাখার সভাপতি সুমন ইসলাম রানা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জেমস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জেলা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফাহিম,
সহ-সভাপতি সরকার মুক্তা,
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
ও অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কেটে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।