
একুশ সদস্য বিশিষ্ট টাংগুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর নতুন কার্যনির্বাহি কমিটি ঘঠিত হয়েছে
উক্ত কমিটি সাধারনসভায় সকলের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন রাজু আহমেদ রমজান,সহসভাপতি দুলাল কান্তি পাল,সহসভাপতি-অকিল তালুকদার,সহসভাপতি- আলআমিন, সাধারণ সম্পাদক- আহম্মেদ কবির,সহসাধারণ সম্পাদক – পলেন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক – মনোয়ার হোসেন মুন্না,সহসাংগঠনিক সম্পাদক -এখলাছ মিয়া আইন বিষয়ক সম্পাদক – এডঃ- মোহাম্মদ শাহ আলম ( তুলিপ) কোষাধ্যক্ষ – লিমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পদাক- হাবীবুর রহমান বাদশা, কার্যনির্বাহী সদস্য -সাহাজ উদ্দিন সাজন, অজিত হাজং, সম্মানিত সদস্যবৃন্দ-রাসেল আহমেদ, মানিক পাল, আবুসাইদ,মাসুক মিয়া,মকবুল হোসেন,দেলোয়ার,আব্দুল ওয়াহিদ, জুনাইদ আহমেদ,
এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহির উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার জনাব মোঃআবুল হাসেম মহোদয়,তিনি বলেন
প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির এই মহৎ প্রয়াসের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ ধরণের উদ্যোগ টাঙ্গুয়ার হাওরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টাংগুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর লক্ষ্য ও উদ্দেশ্য।







টাংঙ্গুয়ার হাওর বাংলাদেশের একটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ জলাভূমি, যেখানে আছে হাজারো প্রজাতির মাছ, পাখি এবং উদ্ভিদ। এটি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং স্থানীয় মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ উৎস।