
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা হলরুমে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক দিনব্যাপী অভিভাবক সমাবেশ পালিত হয়েছে।
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের অংশগ্রহণে উক্ত কর্মসূচি পালিত হয়।কর্মসূচির এক পর্যায়ে জুলাই আন্দোলনে শহীদ হওয়া মায়েদের অবর্ণনীয় কষ্টের বর্ণনা এবং বিচারের আকুতি ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হয়।তখন পুরো হলরুমে এক শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়। অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দিলশান জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমীন।শহীদ ইমন মিয়া ও শহীদ তনয় দাসের অভিভাবক সহ জুলাই যোদ্ধা আহত বিজয় ও তার পরিবার।এছাড়াও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আলী রহমান খান,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া,ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম জাভেদ সহ প্রমুখ।