
সাভারের গত চব্বিশ ঘন্টায় আশুলিয়া থানা পুলিশের পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আওয়ামীলীগ নেতাসহ পৃথক মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আজ শনিবার আদালতে পাঠানো হয়।
আশুলিয়া থানার পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সাভার সার্কেল সাহেবের সার্বিক পরিচালনায় আশুলিয়া থানা পুলিশের একাধিক চৌকস টিম বৈষম্য বিরোধী হত্যা মামলায় সাভার উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম কবির ও সাবেক এমপি মুরাদ জং এর আস্থাভাজন আওয়ামীলীগ নেতা ও আওয়ামী ডোনার খ্যাত হাজী মোশাররফ হোসেন মৃধাকে গ্রেফতার করা হয় । এ ছাড়াও অটোরিকশা চুরি ও মাদকসহ বিভিন্ন মামলায় মিলন মিয়া, আল আমীন, নাহিদ হোসেন, রহিম, নাসিমা বেগম, সেলিম ও আহাদ আহাম্মেদ জিসান নামে আরও সাতজনকে গত ২৪ ঘন্টায় পৃথক সময়ে সাভারের আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া অটোরিকশা ও জব্দ করা হয় মাদক গাঁজা। পরে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়।