০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ঘের ব্যবসায়ী আল আমিনকে গলা কেটে হত্যা: এলাকায় চাঞ্চল্য

খুলনার দৌলতপুরে নির্মমভাবে খুন হলেন আল আমিন নামে এক যুবক। রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি এলাকায় তাকে গলা কেটে হত্যা করে রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত আল আমিন (২৮) দিঘীর পূর্বপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঘের ব্যবসায়ী। তিনি সাহেদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, রাতেই স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় কালো রঙের একটি পালসার মোটরসাইকেল সহ গলাকাটা অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় মোটরসাইকেলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহতের পরনে ছিল গেঞ্জি ও গ্যাবাডিনের প্যান্ট।
ঘটনার পরপরই খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থলের আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কেউ মুখ খুলতে চাচ্ছে না।
পুলিশ বলছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মদন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

খুলনায় ঘের ব্যবসায়ী আল আমিনকে গলা কেটে হত্যা: এলাকায় চাঞ্চল্য

পোস্ট হয়েছেঃ ০৫:৫৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
খুলনার দৌলতপুরে নির্মমভাবে খুন হলেন আল আমিন নামে এক যুবক। রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি এলাকায় তাকে গলা কেটে হত্যা করে রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত আল আমিন (২৮) দিঘীর পূর্বপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঘের ব্যবসায়ী। তিনি সাহেদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, রাতেই স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় কালো রঙের একটি পালসার মোটরসাইকেল সহ গলাকাটা অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় মোটরসাইকেলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহতের পরনে ছিল গেঞ্জি ও গ্যাবাডিনের প্যান্ট।
ঘটনার পরপরই খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থলের আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কেউ মুখ খুলতে চাচ্ছে না।
পুলিশ বলছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।