
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় তালা উপজেলা পরিষদ হতে গণমিছিল ও ডাকবাংলো চত্বরে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা । গনমিছিলের নেতৃত্ব দিবেন জামায়াত ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির আলহাজ্ব ডাক্তার মাহমুদুল হক।
রবিবার (৩ আগস্ট) দলটির তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
মাওলানা মফিদুল্লাহ বলেন, ২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ সমাবেশ ও গণমিছিলের অংশ হিসেবে তালা উপজেলাতে সমাবেশ ও শান্তিপূর্ণ গনমিছিল সফল করতে সকল নেতাকর্মীসহ তালা বাসীকে আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এ গনমিছিলে অংশগ্রহণ করার জন্য আমি উপজেলার সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সমাবেশ ও গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। মিছিলের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
মাওলানা মফিদুল্লাহ
আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী
তালা উপজেলা শাখা।