
“মাদকের বিরুদ্ধে জাগো তরুণ”
“যে মুখে ডাকি মা, সেই মুখে মাদক না — চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই জ্বলন্ত শ্লোগানে মুখর ছিল নাগেশ্বরী উপজেলা পরিষদ হল রুম। শহীদদের রক্তে রাঙানো জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে, মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের শপথে মুখর হয়ে উঠল সমগ্র নাগেশ্বরী।
রোববার (৪ আগস্ট) বিকেলে “তারুণ্যের আইডিয়ায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজন করা হয় মাদকবিরোধী সমাবেশ। আয়োজনে অংশ নেয় উপজেলার শিক্ষার্থী, তরুণ সমাজ, রাজনৈতিক নেতা, প্রশাসন ও সুধীজন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সম্মানিত জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: আনোয়ার হোসেন মন্ডল, ওসি মোঃ রেজাউল করিম রেজা।
সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
বক্তারা বলেন—
“মাদক এক ভয়ংকর নীরব ঘাতক। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, প্রেসক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম, নাগেশ্বরী কামিল এম.এ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।