
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বসাধারণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) ভালুকা সরকারি কলেজ মাঠে ‘আগামীর ধানের শীষের কান্ডারী’খ্যাত আলহাজ্ব মোর্শেদ আলমের পক্ষ থেকে এই জনসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপি’র আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার এবং পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, আবু তাহের ফকির, স্বপন বণিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ জানান, চলমান সংকটে তারেক রহমানের নির্দেশেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।