
জয়পুরহাটে বিভিন্ন হাট-বাজারে পানি-ঢালা দামে সবজি বিক্রি
কালাই এ শীতের সব্জি খুব কম দামে বিক্রি হচ্ছে। এ জেলায় ৫টি থানায় বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে শীতের সব্জি খুব কম দামে বিক্রি হচ্ছে। কৃষকের ভাষ্যমতে আক্কেলপুর থানায় হাট-বাজারের শীতের সব্জিসহ আলু, পেপে, ফুলকপি, বাধাকপি, পেয়াজ ক্রেতাদের হাতের নাগালের মধ্যে আছে।
পাচবিবি’র বাজারগুলো ঘুরে দেখা গেছে নতুন আলু ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগাম লাভের আশায় কৃষকেরা বেশি দামের বীজ, সার ও কীটনাশক ঔষধ ক্রয় করায় লাভের মুখ তো দুরের কথা আলু বিক্রি করে উৎপাদন খরচ ও হচ্ছে না। কালাই এর হাজিপাড়া গ্রামের গোলজার হোসেন বলেন, আলুর এই দাম থাকলে আমরা কোমর খাড়া করে দাড়াতে পারবো না। চড়া সুদে ঋণের জালে আটকা পরেছে কৃষকরা। ক্ষেতলাল উপজেলার কপি চাষি ভাইরা ২/৩ টাকা দরে ফুলকপি ও বাধাকপি করছে। এছাড়া টমেটো, পিয়াজ, পিয়াজকলি খুব কম দামে বিক্রি হচ্ছে।
মোঃ নাজমুল হক শামীম
প্রতিনিধির নাম 














