০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও গণজমায়েত

  • Rakibul Hasan Munna
  • পোস্ট হয়েছেঃ ০৪:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • 61
খুন, গুম ও গণহত্যার অভিযোগে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) শিক্ষার্থীদের ডাকে এক বিক্ষোভ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ আবু সাঈদ চত্ত্বর ও মর্ডাণ মোড় হয়ে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করেন ক্যাম্পাস এলাকা। “দিল্লি না ঢাকা, ঢাকা…ঢাকা”, “দালালি না রাজপথ, রাজপথ…রাজপথ”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” স্লোগানে রাজপথ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগ গত সতেরো বছর ধরে দেশে দমননীতি চালিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং লাগাতার মানবাধিকার লঙ্ঘন করেছে। “জুলাই অভ্যুত্থান” ছিল এই দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধ যার ফলে আওয়ামী লীগের পতন ঘটে।
গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “আওয়ামী লীগ জনগণের শত্রুতে পরিণত হয়েছে। তারা ভারতীয় বাহিনীর সহায়তায় দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে। ঢাকাকে দিল্লির উপনিবেশে পরিণত করেছে। এই অপরাধের বিচার না হলে জনগণের সঙ্গে বেঈমানি হবে।”
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মন্ডল বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মতপ্রকাশ ও ভোটাধিকার থাকবে। আওয়ামী লীগ এই মৌলিক অধিকারগুলো দীর্ঘদিন ধরে দমন করেছে। তাই তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি।”
এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তারা অভিযোগ করেন, বর্তমান ইউনুস সরকার দলটিকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং “জুলাই অভ্যুত্থানে” শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ছাত্র-জনতা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এর পরপরই পুরো দেশে তা ছড়িয়ে পড়ে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বেরোবিতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও গণজমায়েত

পোস্ট হয়েছেঃ ০৪:০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
খুন, গুম ও গণহত্যার অভিযোগে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) শিক্ষার্থীদের ডাকে এক বিক্ষোভ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ আবু সাঈদ চত্ত্বর ও মর্ডাণ মোড় হয়ে আবার প্রধান ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করেন ক্যাম্পাস এলাকা। “দিল্লি না ঢাকা, ঢাকা…ঢাকা”, “দালালি না রাজপথ, রাজপথ…রাজপথ”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” স্লোগানে রাজপথ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগ গত সতেরো বছর ধরে দেশে দমননীতি চালিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং লাগাতার মানবাধিকার লঙ্ঘন করেছে। “জুলাই অভ্যুত্থান” ছিল এই দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধ যার ফলে আওয়ামী লীগের পতন ঘটে।
গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “আওয়ামী লীগ জনগণের শত্রুতে পরিণত হয়েছে। তারা ভারতীয় বাহিনীর সহায়তায় দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে। ঢাকাকে দিল্লির উপনিবেশে পরিণত করেছে। এই অপরাধের বিচার না হলে জনগণের সঙ্গে বেঈমানি হবে।”
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মন্ডল বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মতপ্রকাশ ও ভোটাধিকার থাকবে। আওয়ামী লীগ এই মৌলিক অধিকারগুলো দীর্ঘদিন ধরে দমন করেছে। তাই তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি।”
এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তারা অভিযোগ করেন, বর্তমান ইউনুস সরকার দলটিকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং “জুলাই অভ্যুত্থানে” শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ছাত্র-জনতা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এর পরপরই পুরো দেশে তা ছড়িয়ে পড়ে।