
রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর বিরহী গ্রামে শশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাকিম হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি একই ইউনিয়নের কোন্দা গ্রামের এমদাদুল হকের ছেলে ও মির্জাপুর বিরহী গ্রামের মনকির সরদারের জামাই।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, শশুরবাড়িতে কোনো ফ্রিজ না থাকায় মোস্তাকিম তার নিজ বাড়ি থেকে একটি পুরোনো ফ্রিজ নিয়ে আসেন। বিকেল ৪টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে শশুরবাড়িতে আসেন তিনি এবং নিজেই ফ্রিজের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। কিন্তু অসাবধানতাবশত মেইন সুইচ বন্ধ না করেই সংযোগ দেওয়ার চেষ্টা করলে তিনি তড়িতাহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শশুরবাড়িসহ নিজ গ্রাম কোন্দা এবং আশপাশের এলাকায় শোকের বাতাবরণ ছড়িয়ে পড়ে। নিহত মোস্তাকিমের কোনো সন্তান ছিল না।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। পরিবার কোনো অভিযোগ না করায় অপমৃত্যু মামলা রুজু করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”